Gautama Buddha.....

বৌদ্ধধর্ম - গৌতম বুদ্ধ


1. বাড়ি নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু তে।

2. জন্ম 563 খ্রীষ্টপূর্বাব্দে।

3. পিতার নামঃ
শুদ্ধদন। মায়ের নাম মায়া দেবী বাল্য নাম গৌতম, সিদ্ধার্ত স্ত্রী গোপা/ বিম্বা /যশোধারা /সুভদ্রকা। বিমাতা ও মাসি গৌতমি জন্মকালে মা মারা গেলে তিনি লালন-পালন করেন।

4. 29 বছর বয়সী সংসার ত্যাগ করেন যেটা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত।

5. যেই গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করে সেই গাছটির নাম বোধিদ্রুম এবং স্থানটির নাম বোধগয়া।

6. প্রথম 5 জন শীর্ষ পঞ্চ ভিক্ষু নামে পরিচিত

7. তার ধর্মের উদ্দেশ্য ছিল দুঃখর হাত থেকে মানুষকে মুক্ত করা।

8. দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য তিনি আটটি মার্গের কথা বলেন যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত

a. সৎ বাক্য

b. সৎকার্য

c. সৎ জীবিকা

d. সৎ চেষ্টা

e. সৎ চিন্তা

f. সৎ চেতনা

g. সৎ সংকল্প

h. সৎ দৃষ্টি।

9. ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক সূত্র পিটক বিনয় পিটক ও অভিধম্ম পিটক নিয়ে গঠিত। এগুলি পালি ভাষায় রচিত ছিল।

10. বৌদ্ধধর্ম দুই ভাগে বিভক্ত হীনযান ও মহাযান।


বৌদ্ধ সম্মেলন

প্রথম বৌদ্ধ সম্মেলন
1. অজাতশ্ত্রুর সময়ই রাজগৃৃহে।
2. বুদ্ধের বাণী বিনয় পিটক ও সুত্র পিটক সংকলিত হয়।

দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন
1. কালাশোক বা কাকবর্ণের সময় বৈশালীতে অনুষ্ঠিত হয়।
2. বৌদ্ধদের দ্বিবিভাজন থেরবাদি ও মহাসংঘবাদিতে।

তৃতীয় বৌদ্ধ সম্মেলন
1. অশোকের সময় পাটলিপুত্রে।
2. অভিধর্ম পিটক সংকলিত হয়।

চতুর্থ বৌদ্ধ সম্মেলন
1. কনিষ্কের সময়ই কাশ্মীরে মতান্তরে জলন্ধর।
2. বৌদ্ধধর্ম হীনযান ও মহাযান 2 শাখায় বিভাজিত হয়।

Comments